">Responsive Advertisement

Sei Meyeta | সেই মেয়েটা বাংলা কবিতা সৌমেন অনন্ত



Sei Meyeta Kobita Abritti Lyrics by Soumen Ananta

Sei Meyeta Kobita Lyrics by Soumen Ananta

Sei Meyeta Bangla Kobita Abritti. The piece of bengali poetry written by Soumen Ananta. Find here the full lyrics of Sei Meyeta bengali poem. Bangla kobita SEI MEYETA recited by Rituparna and more hd quality YouTube video on Rituparna Recitation. Bengali poem lyrics by Soumen Ananta. Bangla Kobita lyrics and recitation.

কবি সৌমেন অনন্তের লেখা অসাধারণ বাংলা কবিতা সেই মেয়েটা  বাংলা কবিতা আবৃত্তি, বাংলা কবিতা লিরিক্স। সেই মেয়েটার আকাশ কালো চুল ছিলো

কবিতা:    সেই মেয়েটা
কবি :        সৌমেন অনন্ত
আবৃত্তি :    ঋতুপর্ণা 

Bangla Lyrics Sei Meyeta

সেই মেয়েটার আকাশ কালো চুল ছিলো,
খোপায় গোঁজা মাতাল করা ফুল ছিলো..
সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিলো,
আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুলছিলো!!
এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিলো।
এই মেয়েটা নারী হতেই বাড়ছিলো,
ওদের ভাষায় তার রুপেতে ধার ছিলো..
নদীর শরীর- খুব স্বাভাবিক, বাঁক ছিলো,
নদীর পাড়ে সেই সে লোভি কাক ছিলো..
এই মেয়েটা মাংস ছিল-জানতো না,
জানলে কি আর মায়ের কথা মানতো না?
এই মেয়েটার মানুষ হবার পণ ছিলো।
সেই বিকেলে সে রাস্তা নির্জন ছিলো,
এই মেয়েটার এত্ত সাহস "না" বলে?
এই মেয়েটা উঁচিয়ে মাথা পথ চলে??
সেই পথের ওপর একলা কানের দুল ছিল..
এই মেয়েটার শরীর টা তার ভুল ছিল!!
হায়নাগুলো উঠিয়ে নিল জোর করে,
ফিরিয়ে দিলো "রাত্রি কালো"-ভোর
করে!!
সেই মেয়েটা শুন্য চোখের দৃষ্টি তে,
রক্তে ভিজে আকাশ দেখে বৃষ্টিতে।
এই মেয়েটার কেউ ছিলো না তার পরে,
মানুষ মরে একবারে সে রোজ মরে।
কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে,
সেই দোষি - হায়-হাঁপায় সমাজ নাগপাশে।
এই মেয়েটার প্রতিটা দিন খুব ভারি,
সব ফেলে তাই মুক্তি ছিল দরকারি।
এই মেয়েটার নিজেরো এক ঘর ছিলো,
শেষ বেলাতে সেই ঘরে সে পর ছিলো!!
সেই মেয়েটার শ্বাস ছিল কাল, ঝুলছে আজ..
আমার কি তায় ? ব্যস্ত আমি অনেক কাজ!!
এই মেয়েটার আজ সকালে স্কুল ছিলো,
এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিলো....!!
 


Sei Meyeta Bengali Poem Lyrics

Sei meyetar akash kalo chul chhilo
Khopay goja matal kora ful chhilo.
Sei meyetar kal sokale school chhilo
Aj meyeta cealing fan e jhul chhilo....
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন