">Responsive Advertisement

Ma Go Amay Chhuti Dite Bol by Rabindranath Tagore |প্রশ্ন

 
proshno-rabindranath thakur

Proshno Kobita bangla Lyrics by Rabindranath

Kobi guru Rabindranath Thakurer lekha chhotoder kobita Proshno. Ma go amay chhuti dite bol Sokal theke porchhi je mela. Ekhon ami tomar ghore bose, Korbo shudhu porapora khela. Poem Proshno (প্রশ্ন) bangla lyrics by Rabindranath Tagore. Find here the full lyrics of the bengali poem "Prosno" by R N Tagore. Bangla Kobita Lyrics and Recitation. বাংলা কবিতা লিরিক্স।

কবিতা:  প্রশ্ন 

কবি: রবীন্দ্রনাথ ঠাকুর 


মা গো, আমায় ছুটি দিতে বল্‌,
সকাল থেকে পড়েছি যে মেলা।


এখন আমি তোমার ঘরে বসে
করব শুধু পড়া-পড়া খেলা।


তুমি বলছ দুপুর এখন সবে,
নাহয় যেন সত্যি হল তাই,


একদিনও কি দুপুরবেলা হলে
বিকেল হল মনে করতে নাই?


আমি তো বেশ ভাবতে পারি মনে
সুয্যি ডুবে গেছে মাঠের শেষে,


বাগ্‌দি-বুড়ি চুবড়ি ভরে নিয়ে
শাক তুলেছে পুকুর-ধারে এসে।


আঁধার হল মাদার-গাছের তলা,
কালি হয়ে এল দিঘির জল,


হাটের থেকে সবাই এল ফিরে,
মাঠের থেকে এল চাষির দল।


মনে কর্‌-না উঠল সাঁঝের তারা,
মনে কর্‌-না সন্ধে হল যেন।


রাতের বেলা দুপুর যদি হয়
দুপুর বেলা রাত হবে না কেন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন