">Responsive Advertisement

আমি একটা তুই চাই Tui Chai Bangla Kobita Lyrics

Ami Ekta Tui Chai Lyrics (আমি একটা তুই চাই)

"Ami Ekta Tui Chai" - A beautiful, romantic and heart touching bangla poem written by Srijato. Find here full lyrics of  আমি একটা তুই চাই।  Kobita Abritti video recited by Rituparna.  শ্রীজাতর লেখা আমি একটা তুই চাই কবিতা
শ্রীজাতর লেখা আরো কবিতা  Bangla Kobita lyrics and recitation. বাংলা কবিতা লিরিক্স

ami-ekta-tui-chai-lyrics

কবিতা     : আমি একটা তুই চাই (Ami Ekta Tui Chai)
কবি         : শ্রীজাত (Srijato)
আবৃত্তি    : ঋতুপর্ণা (Rituparna)

আমি এমন একটা তুই চাই কবিতা লিরিক্স

আমি একটা তুই চাই
একটা সত্যিকারের তুই চাই,
যে জানবে আমার পুরো ভিতরটা
জানবে আমার লুকানো সব দোষ,
আমার বদমাইশি, আমার নোংরামি,
আমার কলঙ্ক।
যে নিজে থেকে আমার ভুলগুলোর
অংশীদার হবে,
আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে
নিজের খাতার প্রথম পাতায়।

আমি এমন একটি তুই চাই
যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব
আমার সব অনিয়ম,আমার অপারগতা,
আমার বদভ্যাস, আমার উশৃঙ্খলতা।
আমি পিঠ চাপড়ে তার
কাঁধে তুলে দেব আমার
অসহায়ত্বের ঝুলি,
আমার একাকীত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট,
আমার দুশ্চিন্তা, আমার হতাশা।

সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে
সে বাধবে মস্ত বড় এক বস্তা,
তারপর কুলির মতো
মাথায় করে বয়ে নিয়ে যাবে সেইসব অভিশাপ,
আর হাসতে হাসতে বলবে -
ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি
এই বোঝা?
তারপর,
ঠিকানা ছাড়া পথে হাটতে থাকবে অসীম
সমুদ্র পর্যন্ত
সাগর পাড়ে এসে
প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা
ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে
আমার সব অভিশাপের ঝুলি।

আমি ঠিক এরকম একটা তুই চাই
যে কোনদিন তুমি বা আপনি গুলোর মাঝে
হারিয়ে যাবে না,
আমি একটা তুই চাই।

Tui Chai - Bangla Kobita

Ami ekta tui chai lyrics. Find here tui chai kobita lyrics
Ami Ekta tui chai
Ekta satyikarer tui chai,
Je jon janbe amar puro vitorta
Janbe amar lukano sob dosh,
Amar bodmaishi, amar nongrami,
Amar kolonko.
Je nije theke amar bhul gulor
Angsheedar hobe,
Amar papguloke ardhek kore likhe nebe
Nijer khatar prothom patay.

Ami emon ekti tui chai
Jake ami nirdidhay upohar debo
Amar sob aniyom, amar aparogota,
Amar bodovyas, amar utshrinkholota.
Ami pith chapre tar
Kandhe tule debo amar
Asohayotter jhuli.
Amar ekakititwa, amar nisongotar kosto,
Amar duschinta, amar hotasa.


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন