">Responsive Advertisement

ব্লকলিস্ট বাংলা কবিতা লিরিক্স | Blocklist Lyrics Recitation by Munmun


Poem Blocklist Bangla Lyrics by Debajyoti

Block List Bengali Poem Lyrics by Debajyoti. Munmun Mukherjee has made a spellbound effect in her recitation of the poem Blocklist. Find here the full lyrics of the beautiful poem written by Debajyoti. Bangla kobita lyrics and recitation.

কবি দেবজ্যোতির লেখা বাংলা কবিতা ব্লকলিস্ট।  আবৃত্তিকার মুনমুন মুখার্জীর কণ্ঠে ব্লকলিস্ট এক দারুন উপভোগ্য। তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে। আমি সেভাবে চিনতাম না তোমায়।

     মুনমুন মুখার্জীর কণ্ঠে অন্য আরো কবিতা 

কবিতা  : ব্লকলিস্ট
লেখক  : দেবজ্যোতি 
আবৃত্তি : মুনমুন

ব্লকলিস্ট কবিতার সম্পূর্ণ বাংলা লিরিক্স 

তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে
আমি সেভাবে চিনতাম না তোমায়
কয়েকটা ছবি দেখেছি
দু একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে

তারপর যখন প্রেমে পড়লাম,
তখন আমাদের দু'মাস চলছে বন্ধুত্বের।
যদি বোঝাতেই হয়-
গোটা পাঁচেক প্রোফাইল পিকচার,
গোটা দশ বারো কভার আর
প্রায় শ-খানেক পোস্ট।
এই ছিল আমাদের সম্পর্কের টাইমলাইন।

তুমি ছেড়ে গেছ যে কদিন হলো,
তারও একটা টাইমলাইন আছে।
গোটা তিনেক প্রোফাইল পিকচার,
গোটা ছয়েক কভার,
ধরে নাও গোটা পঞ্চাশেক পোস্ট।

কী অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের।
ছেড়ে যাওয়া, থেকে যাওয়ার টাইমলাইন,
সব কিরকম পাল্টে যায়়।
তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে যায়,
সেদিন থেকে কত লেখা লিখেছি;
কত পোস্ট শেয়ার করেছি,
তুমি হয়তো দেখোয়নি, বা দেখেছো হয়তো,
বন্ধুদের প্রোফাইল থেকে।

আচ্ছা, কখনো ভেবে দেখেছো
একসময় কত পরিচিত ছিলাম আমরা;
আর এখন আমরা চিনি না একে অপরকে।
এই সুবিধাটা ফেসবুক আমাদের দিলো।
যাকে ভুলতে চাই জোড় করে, তার অনিচ্ছায়
তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো,
ব্লক করে দিতে পারো।

তারপর আরও কত পোস্ট করতে থাকি আমরা।
টাইমের সাথে সাথে টাইমলাইন পাল্টে যায়়।
কিন্তু ভেবে দেখেছো কি,
একসময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায়
তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে
আর কোনোদিন কথা হবে না।

একটা বয়স পার করার পর যখন মনে পড়বে
পারবে খুঁজতে? পারবে আনব্লক করতে?
যখন লগ-ইন বা লগ-আউট করার ক্ষমতা, সামর্থ্য আর থাকবে না।
একটা বয়স মনে করার পর, মনে থাকবে আনব্লক করার কথা?

শুধু এইটুকু বলার ছিল তোমায়
ফেসবুক থাকবে তো চিরকাল
সময়ের সাথে সাথে আরও যুবক হবে
আমরা কিন্তু এই জগতেই আরও পুরনো হতে থাকবো।
তখন চাইলেও, ব্লকলিস্ট থেকে আর ফ্রেন্ড লিস্টে যেতে পরবো না।

জীবন এরকমই
ছেড়ে যাও, যদি তুমি চাও
থেকে যাও, যদি তুমি চাও
ভুলে যাও, যদি তুমি চাও
মনে যদি থাকে, মনে থাকবে

জোড় করে মুছে দিলে, ফিরিয়ে আনা যায় না
একদিন সবাই পাশওয়ার্ড ভুলে যায়
তা জীবনের হোক, বা ফেসবুকের
তখন কিন্তু চাইলেও আর ফিরিয়ে আনা যায় না
সম্পর্ক না থাক, সংযোগ যেন থেকে যায়
ওটা রাখতে হয়।


Full Lyrics of the poem BlockList 

Tomar sathe alap hoi facebook theke
Ami sevabe chintam na tomay
Koyekta chhobi dekhechhi
Du ekbar profile ghure esechhi tar age

Tarpor jokhon preme porlam.
Tokhon amader du mas cholchhe bondhutter
Jodi bojhatei hoi-
Gota panchek profile picture,
Gota dos baro cover aar
Pray so-khanek post.
Ei chhilo amader somporker timeline

Tumi chhere gechho je kodin holo
Tar-o ekta timeline achhe
Gota tinek profile picture
Gota chhoek cover,
Dhore nao gota ponchashek post.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন