Sanko Bangla Kobita Lyrics by Srijato
Sanko kobita lyrics by Srijato Bandyopadhyay and recited by Rituparna. Find YouTube Channel Kobitay Ami for Bangla Kobita Abritti in Rituparna Recitation. This bengali poem "SANKO" by Srijato is a piece of poetry on depression and death. This poem Sanko is written by Srijato after the unnatural death of Sushant Singh Rajput.
ফেসবুকে পোস্ট করেন তিনি তার এই কবিতা
অবসাদ ও মৃত্যু নিয়ে লেখা শ্রীজাত-এর এই কবিতা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পর ই লেখা হয় এই কবিতা
কবিতা :সাঁকো
কবি :শ্রীজাত
আবৃত্তি :ঋতুপর্ণা
Sanko Bengali Poem Lyrics
‘চলে গেলে কেন?’-- এ-প্রশ্ন করা সোজা।‘থাকলেই হতো’-- এ-কথা বলাও সহজ।দূর থেকে তবু কিছুতে যায় না বোঝা,কার বেঁচে থাকা কতখানি ভারবহ।মুখে মৃদু হাসি লেগে থাকে যতদিন,আমরা সকলে ধরে নিই, ভাল আছে।ভিতরে ভিতরে আয়ু হয়ে আসে ক্ষীণ...কে আর জীবনে বাঁচার জন্য বাঁচে!ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া লোক,চড়া আলোতেও মনখারাপের ভয়।চশমার নীচে ঢাকা পড়ে যায় চোখ...অবসাদ কোনও কুশলকাব্য নয়।আমরা সকলে বিচারসভার হোতা,আমরা সকলে সব জানি। সব কিছু।খালি পা-ই বোঝে, কোথায় পেরেক পোঁতা,আজও মন তাই মৃত্যুর কাছে নিচু।যে গেছে, সে নেই। যারা আছে, তারা থাক।মন খুলে দিক জানলার মতো রোজ।সকলে পাঠাক পরস্পরকে ডাক,যে ফেরেনি, আমি নিয়েছি তো তার খোঁজ?জাগা যে অসহ। তাই ঘুমে চলে যাও।যারা আছি, যেন বেঁধে নিতে পারি সাঁকো...জানি দুষ্কর, বলতে চাইছি তাও –বিপদের দিনে বন্ধুকে কাছে রাখো।
Bangla Kobita Sanko Lyrics
'Chole gele keno?' e prosno kora soja.'Thaklei hoto' -- Ekotha bolao sohojDur theke tobu kichhute jay na bojha,Kar beche thaka kotokhani varboho.Mukhe Mridu hansi lege thake jotodinAmra sokole dhore ni , valo achhe.Vitore vitore ayu hoye ase khinKe ar jibone banchar jonyo banche?