Mone Thakbe Bangla Kobita Lyrics.
Mone Thakbe (মনে থাকবে) bengali poem written by Aranyak Basu (আরণ্যক বোসু) । Here is complete lyrics of bangla kobita Mone Thakbe. Mone Thakbe kabita lyrics recitation. বাংলা কবিতা মনে থাকবে, কবিতা লিরিক্স আবৃত্তি । Bengali poem recitation video 'Mone thakbe'. Bangla Kobita lyrics and recitation.বাংলা কবিতা লিরিক্স।মনে থাকবে কবিতা লিরিক্স
মনে থাকবে কবিতা সম্পূর্ণ লিরিক্স । পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়বো মনে থাকবে?
Poem : Mone Thakbe
Written by : Aranyak Basu
Recited by : Rituparna
বাংলা কবিতা মনে থাকবে
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?
বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
মনে থাকবে?
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?
আমি হবো উড়নচন্ডী
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?
পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে-
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো…
মনে থাকবে?
আর যা কিছু হই বা না হই
পরের জন্মে তিতাস হবো
দোল মঞ্চের আবীর হবো
শিউলিতলার দুর্বো হবো
শরৎকালের আকাশ দেখার-
অনন্তনীল সকাল হবো;
এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে?
পরের জন্মে তুমিও হবে
নীল পাহাড়ের পাগলা-ঝোরা
গায়ের পোষাক ছুড়ে ফেলে
তৃপ্ত আমার অবগাহন।
সারা শরীর ভ’রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা।
তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল।
আমার অনেক কথা ছিল
এ জন্মে তা যায়না বলা
বুকে অনেক শব্দ ছিল-
সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক
কাব্য করে বলা গেল না!
এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে
পরের জন্মে মানুষ হবো
তোমার ভালোবাসা পেলে
মানুষ হবোই- মিলিয়ে নিও!
পরের জন্মে তোমায় নিয়ে…
বলতে ভীষণ লজ্জা করছে
ভীষণ ভীষণ লজ্জা করছে
পরের জন্মে তোমায় নিয়ে…
মনে থাকবে?
Mone Thakbe by Aranyak Basu
Porer jonme boyos jokhon soloi sothikAmra tokhon preme porboMone thakbe?Buker moddhe mosto boro chad thakbeShitol pari bichiye deboSondhey hole bosbo dujonEkta duto khosbe taraHotath tomar chkher patay tarar chokher jol gorabeKanto kobir gaan gaibeTokhon ami chupti kore duchokh bhore thakbo cheye....Mone thakbe?Ei jonmer durotto ta porer jonme chukiye deboEi jonmer chuler gondho porer jonme thake jenoEi jonmer matal chaoya porer jonme thake jenoMone thakbe?Ami hobo uron chondiEbong khanik ushko khuskoEi jonmer poripatyo sobar age ghuchiye deboTumi kandle govir sukheEk nimeshe sobtuku jol sushe neboMone thakbe?Porer jonme kobi hoboTomai niye hajar khanek gaan bandhbo.Tomar omon ostho niyeNakchabi ar nupur niyeGaan baniye-Melay melay baul hoye ghure berabo.....Mone thakbe?Ar ja kichhu hoi ba na hoiPorer jonme titas hoboDol moncher abir hoboShiuli tolar durbo hoboSorot kaler akash dekharAnanto nil sokal hobo,Esob kichhu hoi ba na hoiTomar prothom purush hoboMone thakbe?
অসাধারন
উত্তরমুছুন