">Responsive Advertisement

Megh Bollo Jabi (মেঘ বলল যাবি) Bangla Kobita Lyrics


megh bollo jabi

Megh Bollo Jabi by Shubho Dasgupta poem lyrics


মেঘ বলল যাবি ( Megh bollo Jabi) a famous piece pf poetry written by Shubho Dasgupta. Bangla Kobita o Abritti Megh Bollo Jabi recited by Rituparna. কবি শুভ দাসগুপ্তের কবিতা "মেঘ বলল যাবি". Rituparna recitation Megh Bollo Jabi. A very sweet bengali poem describing a women how she herself cherishing her high thoughts amidst all the responsibilities of real world. Find here the full lyrics of the poem Megh Bollo Jabi.

কবিতাঃ   মেঘ বললো যাবি 

কবিঃ        শুভ দাসগুপ্ত

আবৃত্তি:    ঋতুপর্ণা 

Bengali Poem Lyrics Megh Bollo Jabi


মেঘ বলল যাবি ?
অনেক দূরে গেরুয়া নদী
অনেক দূরের একলা পাহাড়
অনেক দূরের গহন সে বন।
গেলেই দেখতে পাবি, যাবি?
জানলা দিয়ে মুখ ঝুকিয়ে
বলল সে মেঘ যাবি ?
আমার সঙ্গে যাবি ?

দিন ফুরিয়ে রাত ঘনাবে
রাত্রি গিয়ে সকাল হবে
নীল আকাশে উড়বে পাখি
গেলেই দেখতে পাবি, যাবি ?

শ্রাবণ মাসের একলা দুপুর
মেঘ বলল যাবি?
আমার সঙ্গে যাবি?
কেমন করে যাবরে মেঘ,
কেমন করে যাব,
নিয়ম বাঁধা জীবন আমার
নিয়ম ঘেরা এধার ওধার
কেমন করে নিয়ম ভেঙ্গে এ জীবন হারাবো,
কেমন করে যাবরে মেঘ কেমন করে যাবো?
মেঘ বললো দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব
সবুজ পাতায় পাতায় ভালবাসা হয়ে ঝরব,
শান্ত নদীর বুকে আনব জলোচ্ছাসের প্রেম
ইচ্ছে মত বৃষ্টি হয়ে ভাঙব, ভেঙ্গে পড়বো।
এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি?

যাব না মেঘ, পারবোনা রে যেতে
আমার আছে কাজের বাঁধন,
কাজেই থাকি মেতে।
কেবল যখন ঘুমিয়ে পড়ি, তখন আমি যাই
সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে একছুটে পালাই,
তখন আমি যাই।
স্বপ্নে আমার গেরুয়া নদী,
 স্বপ্নে আমার সুনীল আকাশ,
স্বপ্নে আমার দূরের পাহাড়,
সবকিছুকে পাই।

জাগরনের এই যে আমি ক্রীতদাসের মতন
জাগরনের এই যে আমি এবং আমার জীবন
কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন।
তবুরে মেঘ যাবো,
একদিন ঠিক তোরই সঙ্গে
শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে
যাবরে মেঘ যাবো।
সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাবো
পাগল হাওয়ায় উতল ধারায়
আমায় খুঁজে পাবো।
যাবরে মেঘ যাব, যাব রে মেঘ যাব,
যাবো রে মেঘ যাবো।


Bangla Kobita Megh Bollo Jabi

Megh bollo jabi?
Onek dure geruya nodi
Onek durer ekla pahar
Onek durer gohon se bon
Gelei dekgte pabi, jabi?
Janla diye mukh jhukiye
Bollo se megh jabi?
Amar songge jabi?

Din furiye Rat ghonabe
Ratri giye sokal hobe
Nil akashe urbe pakhi
Geley dekhte pabi, jabi?

Shrabon mase ekla dupur
Megh bollo jabi?
Amar songge jabi?
Kemon kore jabo re megh,
Kemon kore jabo,
Niyom bandha jibon amar
Niyom ghera edhar odhar
Kemon kore niyom venge e jibon harabo,
Kemon kore jabo re megh, Kemon kore jabo?


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন