Bengali Poem Mithye Kotha written by Sankha Ghosh
কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মিথ্যে কথা . Find here the full lyrics of the poem "Mithye Kotha" written by famous bengali poet Sankha Ghosh. শঙ্খ ঘোষের কবিতা "মিথ্যে কথা"
বাংলা কবিতা লিরিক্স।
Bangla Lyrics of poem Mithye Kotha by Sankha Ghosh
লোকে আমায় ভালোই বলে দিব্যি চলনসইদোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই।ঘাটশিলাতে যাবার পথে ট্রেন-ছুটছে যখনমায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম।হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছেএক একরকম ভঙ্গি ফোটে এক একরকম নাচে।“ওমা , দেখো নৃত্যনাট্য” -যেই বলেছি আমিমা বকে দেয় , “বড্ড তোমার বেড়েছে ফাজলামি।”চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেসোরআদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর।ক’দিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কীঠিক অবিকল সেইরকমই মূর্তি যেন দেখি ?ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে“জানিস ? আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে !”শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন “শোন ,এসব কথা আবার যেন না শুনি কখনো।”বলি না তাই সে সব কথা সামলে থাকি খুবকিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব-আকাশপারে আবার ও চোখ গিয়েছে আটকেশরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।
Bangla kobita Mithye Kotha lyrics by Sankha Ghosh