Prakton Bangla Kobita Lyrics by Joy Goswami
Prakton, a beautiful romantic bengali poem is written by famous poet Joy Goswami. Here find the full lyrics of the piece of poetry "PRAKTON". Also watch the full HD video of bangla kobita recitation of Praktan. Bangla kobita lyrics Praktan recited by Rituparna. Enjoy here bangla kobita abritti Prakton by Joy Goswami. কবি জয় গোস্বামীর অনবদ্য রচনা "প্রাক্তন" একটি মিষ্টি প্রেম ও বিরহের কবিতা। Bangla Kobita lyrics and recitation. প্রাক্তন কবিতা বাংলা কবিতা লিরিক্স।
Poem : Prakton
Written By : Joy Goswami
Recitation : Rituparna
Bengali Poem Prakton Lyrics (বাংলা লিরিক্স)
প্রাক্তন
-- জয় গোস্বামী
ঠিক সময়ে অফিস যায়? ঠিক মত খায় সকালবেলা?টিফিনবাক্স সঙ্গে নেয় কি? না ক্যান্টিনে টিফিন করে?জামাকাপড় কে কেঁচে দেয়? চা করে কে আগের মত?দুগগার মা ক’টায় আসে? আমায় ভোরে উঠতে হ’ত।সেই শার্ট টা পরে এখন? ক্যাটকেটে সেই নীল রঙ টা?নিজের তো সব ওই পছন্দ। আমি অলিভ দিয়েছিলাম।কোন রাস্তায় বাড়ি ফেরে? দোকানঘরের বাঁ পাশ দিয়ে?শিবমন্দির, জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামলো।অফিস থেকে বাড়িই আসে? না কি সোজা আড্ডাতে যায়?তাসের বন্ধু, ছাইপাঁশেরও - বন্ধুরা সব আসে এখন?টেবিলঢাকা মেঝের উপর, সমস্ত ঘর ছাই ছড়ানো।গেলাস গড়ায়, বোতল গড়ায় - টলতে টলতে শুতে যাচ্ছে।কিন্তু বোতল ভেঙ্গে আবার, পায়ে ঢুকলে রক্তারক্তি।তখন তো আর হুঁশ থাকেনা, রাতবিরেতে কে আর দেখবে !কেন, ওই যে সেই মেয়েটা ! যার সঙ্গে ঘুরতো তখন!কোন মেয়েটা? সেই মেয়েটা? সে তো কবেই সরে এসেছে ।বেশ হয়েছে, উচিৎ শাস্তি। অতো কান্ড সামলাবে কে!মেয়েটা যে গণ্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম।কে তাহলে সঙ্গে আছে? দাদা বউদি? মা ভাইবোন!তিনকুলে তো কেউ ছিলোনা, এক্কেবারে একলা এখন।কে তাহলে ভাত বেড়ে দেয়?কে ডেকে দেয় সকাল সকাল?রাত্তিরে কে দরজা খোলে? ঝক্কি পোহায় হাজার রকম?কার বিছানায় ঘুমায় তবে? কার গায়ে হাত তোলে এখন?কার গায়ে হাত তোলে এখন?
Praktan by Joy Goswami lyrics for recitation
Thik somoye office jay? thik moto khay sokal bela?Tifin bakso songe ney ki? na cantine tifin kore?Jamakapar ke keche dey? chaa kore ke ager moto?Duggar maa kotay ase? amay bhore uthte hoto.Sei shirt ta pore ekhon? ketkete sei nil rong ta?Nijer to sob oi pochhondo. ami olive diye chhilam.