Amalkanti (অমলকান্তি) Lyrics by Nirendranath Chakraborty
Find here the full lyrics in Bengali of the poem "Amalkanti" by Nirendranath Chakraborty. Bangla kobita o abritti "অমলকান্তি". কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী র লেখা অসামান্য কবিতা অমলকান্তি। angla Kobita lyrics and recitation. বাংলা কবিতা লিরিক্স।
Poem- Amalkanti Written by : Nirendranath Chakraborty Recited by : Rituparna Bangla Kobita Abritti Amalkanti
অমলকান্তি আমার বন্ধুইস্কুলে একসঙ্গে পরতাম।রোজ দেরী করে ক্লাসে আসত, পড়া পারত না,শব্দরূপ জিগগেশ করলে,এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকত যে,দেখে ভারী কষ্ট হত আমাদের।আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল,অমলকান্তি সে সব কিছু হতে চায় নি।সে রোদ্দুর হতে চেয়েছিল!খান্তবর্ষণ কাক বিকেলের সেই লাজুক রোদ্দুর,জামের পামফ্লেট পাতায়,যা নাকি অল্প হাসির মতন লেগে থাকে।আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল।অমলকান্তি রোদ্দুর হতে পারে নি।সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে,চা খায়, ইটা ওটা গলপো করে, তারপর বলে "উঠি তাহলে"।আমি ওকে দরজা পর্যন্ত্য এগিয়ে দিয়ে আসি।আমাদের মধ্যে যে এখন মাস্টারি করেঅনায়াসে সে ডাক্তার হতে পারত,যে ডাক্তার হতে চেয়েছিল,উকিল হলে তার এমন কিছু ক্ষতি হত না।অথচ সকলের ইচ্ছাপূরণ হলো, এক অমলকান্তি ছাড়া।অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।সেই অমলকান্তি, রোদ্দুরের কথা ভাবতে ভাবতে,যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।
Bangla Lyrics Amalkanti by Nirendranath Chakraborty
Amalkanti amar bondhuIskule eksonge portam.Roj deri kore classey ashto,pora parto na,Sobdorup jigesh korleEmon obak hoye janalar dike takiye thakto jeDekhe bhari kosto hoto amader.Amra keu mastar hote cheyechilam,keu dactar,keu ukilAmalkanti se sob kichhu hote chai ni.Se roddur hote cheyechilo!Khantoborshon kaak bikeler sei lajuk roddur,Jaam ar pamphlet pataeJa naki olpo hashir moton lege thake.Amra keu mastar hoyechi,keu dactar,keu ukil.Amalkanti roddur hote pare ni.Se ekhon ondhyokar ekta chapakhanae kaaj kore.Majhe-majhe amar songe dekha korte ashe,Cha khae,eta ota golpo kore,tarpor bole "uthi tahole".Ami oke dorja pronto egiye diye ashi.Amader modhye je ekhon mastari koreOnayashe se dactar hote parto,Je dactar hote cheyechilo,Ukil hole taar emon kichhu khoti hoto na.Othocho sokoler echhapuron holo,ek Amalkanti chara.Amalkanti roddur hote pareni.Sei Amalkanti,roddurer kotha bhabte-bhabteJe ekdin roddur hote cheyechilo