Bengali Poem MAA Lyrics
Subha Dasgupta's beautiful piece of poetry 'Maa". Bangla Kobita Abritti by Rituparna. Find here the full bangla lyric of bengali poem Maa. কবি শুভ দাশগুপ্তের কবিতা মা। বাংলা লিরিক্স মা কবিতা ও আবৃত্তি Bangla Kobita lyrics and recitation. বাংলা কবিতা লিরিক্স।
কবিতা - "মা"
কবি - শুভ দাশগুপ্ত
আবৃত্তি - ঋতুপর্ণা
Bengali Lyrics of bangla kobita Maa
মা – শুভ দাশগুপ্তযখন ডাকি শিউলি হয়ে শরৎ তখনভোরের হাওয়ায় বলেকান্না রাখিস না মা তো ছিলই মা তো আছেই,সবখানেতেই মাযখন ডাকি মাসহস্র চোখ বিপন্ন মুখ দুহাততুলে বলে বাইরে খোঁজিস নাব্যর্থ জীবন ক্লান্ত জীবন পাশেই আছে মামা বললেই স্নেহের সকালমা বললেই তৃষ্ণার জলমা বললেই ছায়ার আচলমা বললেই দুঃখ উধাওযখন ডাকি মামন্দিরে আর গীর্জিয় কিংবা মসজিদেসুর ভাসে একই তো সুর নামানুষ বড় কষ্টে আছেমানুষ বড় দুঃখে বাঁচেমানুষ বড় যাতাকলেমানুষ বড় চোখের জলেএর নেই কি শান্তনাদূরের থেকে মা তখনই উঠে আসেন কাছেশীয়রে হাত রেখে বলেনআমি আছি নাযখন ডাকি মা
Maa by Subha Dasgupta Bangla Lyrics
Jokhon daki sheuli hoye sorot tokhonBhorer haowai boleKanna rakhis na ma to chhiloi ma to achheiSob khanetei maJokhon daki ma